শিরোনাম
◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়ামে সায়েরা রেজার ভার্সেটাইল মিউজিক নাইট

জেরিন আহমেদ: দীর্ঘ ৪ মাস পর আবার নিউইয়র্কে গাইলেন ফোক শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড পাওয়া কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গতকাল ৩ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়ামে ‘ভারসেটাইল মিউজিক নাইটে’ সঙ্গীত পরিবেশন করেন তিনি। শেষবার যুক্তরাষ্ট্রে সায়েরার একক শো হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।

পারিবারিক কারণে বর্তমানে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বাস করলেও গানের কাজে ঘুরে বেড়ান বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে। সম্প্রতি এ্যাওয়ার্ড গ্রহণ এবং একাধিক শো, সিনেমা, নাটক ও নতুন গানের কাজ সারতে একটানা প্রায় ৩ মাস দেশে অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন এ নন্দিত শিল্পী।

সুফি-ফোক ডিভা নামে খ্যাত সায়েরা রেজার সঙ্গে ৩ এপ্রিলের শোতে আরো ২ জন শিল্পী অংশ নেন। তারা হলেন কৃষ্ণা তিথি ও শাহ মাহবুব। এর পর মঞ্চে এসে একটানা ২ ঘন্টা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন সায়েরা। নিজের জনপ্রিয় মৌলিক গানগুলোর পাশাপাশি নতুন নতুন সুফি ও ফোক গান পরিবেশন করেন তিনি।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্যে এ চমৎকার সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে শোটাইম মিউজিক। অনুষ্ঠানের সফল আয়োজনে সন্তুষ্ট প্রতিষ্ঠানটির কর্ণধার আলমগীর খান আলম আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়