শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার জান্তার বিরুদ্ধে শহরের পাশাপাশি এবার গ্রামেও গড়ে উঠছে প্রতিরোধ

সুমাইয়া ঐশী: [২] জান্তাবিরোধী বিক্ষোভে শনিবার পর্যন্ত ৫৫০ জনকে হত্যা করেছে মিয়ানমার জান্তা বাহিনী। তবে এবারে শহরের বাইরে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। বিশেষ করে সাংহাইয়ের ইয়িনমাবিন শহরাঞ্চলের থাপ্পায়ায়ে গ্রামে সামরিক বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীরা হাতে তৈরি অস্ত্র ব্যবহার করছে। ইরাবতি

[৩] শুধু শুক্রবারই এই অঞ্চলের ছয়জন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আহতও ছিলেন। এদিকে, গ্রামবাসীদের এই প্রতিরোধ রুখতে ঐ অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ইয়িনমাবিন এবং কানি শহরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের শতশত গ্রামবাসী জান্তাবিরোধী বেসামরিক দলকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।

[৪] একদিকে, এসব গ্রামবাসীর বিরুদ্ধে হ্যান্ড গ্রেনেড, ম্যাশিন গান, বোম লঞ্চারসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করছে সেনাবাহিনী। এর বিপরীতে গ্রামবাসীরা ঐতিহ্যবাহী দেশীয় আগ্নেয়াস্ত্র, গ্যাস প্রেসার গান, বিশেষ এক ধরনের ককটেল এমনকি তীর-ধনুকও অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

[৫] এ নিয়ে গ্রামবাসীদের দাবি, এই গ্রাম থেকে জান্তা বিরোধী আন্দোলনে সন্ন্যাসীরা নেতৃত্ব দিচ্ছেন বলেই তাদের ওপর আক্রমণ করছে সেনাবাহিনী। তারা বলছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমারা জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। না হলে ভবিষ্যতে তারা আমাদের থেকেও খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়