শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার জান্তার বিরুদ্ধে শহরের পাশাপাশি এবার গ্রামেও গড়ে উঠছে প্রতিরোধ

সুমাইয়া ঐশী: [২] জান্তাবিরোধী বিক্ষোভে শনিবার পর্যন্ত ৫৫০ জনকে হত্যা করেছে মিয়ানমার জান্তা বাহিনী। তবে এবারে শহরের বাইরে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। বিশেষ করে সাংহাইয়ের ইয়িনমাবিন শহরাঞ্চলের থাপ্পায়ায়ে গ্রামে সামরিক বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীরা হাতে তৈরি অস্ত্র ব্যবহার করছে। ইরাবতি

[৩] শুধু শুক্রবারই এই অঞ্চলের ছয়জন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আহতও ছিলেন। এদিকে, গ্রামবাসীদের এই প্রতিরোধ রুখতে ঐ অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ইয়িনমাবিন এবং কানি শহরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের শতশত গ্রামবাসী জান্তাবিরোধী বেসামরিক দলকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।

[৪] একদিকে, এসব গ্রামবাসীর বিরুদ্ধে হ্যান্ড গ্রেনেড, ম্যাশিন গান, বোম লঞ্চারসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করছে সেনাবাহিনী। এর বিপরীতে গ্রামবাসীরা ঐতিহ্যবাহী দেশীয় আগ্নেয়াস্ত্র, গ্যাস প্রেসার গান, বিশেষ এক ধরনের ককটেল এমনকি তীর-ধনুকও অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

[৫] এ নিয়ে গ্রামবাসীদের দাবি, এই গ্রাম থেকে জান্তা বিরোধী আন্দোলনে সন্ন্যাসীরা নেতৃত্ব দিচ্ছেন বলেই তাদের ওপর আক্রমণ করছে সেনাবাহিনী। তারা বলছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমারা জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। না হলে ভবিষ্যতে তারা আমাদের থেকেও খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়