স্বপন দেব : [২] মৌলভীবাজার জেলা সদরসহ মীরপুর,বাহুবল, শ্রীঙ্গল,ভানুগাছ,কমলগঞ্জ,শমসেরনগর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
[৩] শনিবার বিকেল ৪টায় পুনরায় গ্যাস চালু হয়েছে বলে মৌলভীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আজাদ খাঁন শনিবার বিকেল সাড়ে ৫টায় এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।
[৪] জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য ২ এপ্রিল শুক্রবার রাত ৯ টার থেকে পরদিন শনিবার ৩ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার কথা হলেও সংস্কার কাজের ব্যাঘাত ঘটায় বিলম্ব হচ্ছে।