শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেঠে উপজেলা প্রশাসন

খাদেমুল মোরসালিন: [২] সারাদেশের ন্যায় করোনা পরিস্থিতির মোকাবেলায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসন মাঠে নেমেছে। সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণসহ সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট ও মাইকিং অব্যাহত রেখেছেন। আজ শনিবার স্বাস্থ্যবিধি না মানায় আরও ৯ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] সরকারের ১৮ দফা নির্দেশনা প্রদানের পর থেকে উপজেলা প্রশাসন তা বাস্তবায়নে মাঠে নেমেছে। সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলার ৯টি ইউনিয়নে মাইকিং করেছে। এছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমও শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষদের কারো মুখে মাস্ক পড়িয়ে দিচ্ছেন আবার কার হাতে তুলে দিচ্ছেন মাস্ক।

[৪] শনিবার দুপুরে বিভিন্ন এলাকা ঘুড়ে উপজেলা নির্বাহী অফিসার নিজেই সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ ব্যক্তির জরিমানাও করেছেন তিনি। এদিকে গত ক’দিনে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আরও ২৮ জনের জরিমানা করেছেন। [৫] এছাড়া একটি কিন্টার গার্ডেন স্কুলে প্রাইভেট পড়ানোর অপরাধে প্রতিষ্ঠানটির ক’জনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম জানান- আজ শনিবার বিভিন্ন স্থানে ঘুড়ে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৯ ব্যক্তির জরিমানা করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়