শিরোনাম
◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেঠে উপজেলা প্রশাসন

খাদেমুল মোরসালিন: [২] সারাদেশের ন্যায় করোনা পরিস্থিতির মোকাবেলায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসন মাঠে নেমেছে। সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণসহ সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট ও মাইকিং অব্যাহত রেখেছেন। আজ শনিবার স্বাস্থ্যবিধি না মানায় আরও ৯ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] সরকারের ১৮ দফা নির্দেশনা প্রদানের পর থেকে উপজেলা প্রশাসন তা বাস্তবায়নে মাঠে নেমেছে। সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলার ৯টি ইউনিয়নে মাইকিং করেছে। এছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমও শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষদের কারো মুখে মাস্ক পড়িয়ে দিচ্ছেন আবার কার হাতে তুলে দিচ্ছেন মাস্ক।

[৪] শনিবার দুপুরে বিভিন্ন এলাকা ঘুড়ে উপজেলা নির্বাহী অফিসার নিজেই সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ ব্যক্তির জরিমানাও করেছেন তিনি। এদিকে গত ক’দিনে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আরও ২৮ জনের জরিমানা করেছেন। [৫] এছাড়া একটি কিন্টার গার্ডেন স্কুলে প্রাইভেট পড়ানোর অপরাধে প্রতিষ্ঠানটির ক’জনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম জানান- আজ শনিবার বিভিন্ন স্থানে ঘুড়ে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৯ ব্যক্তির জরিমানা করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়