ফিরোজ আহম্মদ: [২] ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ পিকআপ আটক করেছে ডিবি পুলিশ। এসময় পিকআপ চালক মহসিন আলীকে আটক করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ শহরের ভেটেনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক পিকআপ চালক ফরিদপুর জেলার হমিরদী গ্রামের হারুন মাতবরের ছেলে।
[৩] ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, শনিবার সকালে চুয়াাডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ভেটেরিনারি কলেজের সামনে অভিযান চালিয়ে একটি পিকআপ তল্লাসী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপ চালককে আটক করে পুলিশ। ৩০ হাজার টাকার বিনিময়ে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরের এই গাঁজা নিয়ে যাচ্ছিল বলে সিকার করেছে আটক পিকআপ চালক। সম্পাদনা: সাদেক আলী