শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে করোনা সংক্রমণ রোধে পুলিশ সুপারের জনসচেতনতা

ঈশ্বরদী প্রতিনিধি: [২] নতুন করে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পাবনার ঈশ্বরদীতে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার।

[৩] শনিবার সকালে শহরের রেলগেট খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বরে জরুরি এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল পরিবহন মালিক, শ্রমিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীদের করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার ঘোষিত সিদ্ধান্তসমূহ অবহিত করা হয়।

[৪] এ সময় উপস্থিত পরিবহন মালিকদের বেশ কয়েকজন মতামত তুলে ধরেন এবং তাঁরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে পুলিশ বিভাগকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

[৫] এই সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

[৬] এসময় তিনি করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করে বলেন, “আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না। যার কারণে হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে গেছে। আমাদের অবশ্যই করোনা প্রতিরোধ করতে হবে। আর করোনা প্রতিরোধ করতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ জন্য মাস্ক পরিধান, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই।”

[৭] এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন, পাকশী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহীদুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ইন্সপেক্টর মোবারক পারভেজ প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়