আখিরুজ্জামান সোহান: [২] করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। শুক্রবার (২ এপ্রিল) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
[৪] এছাড়া বন বিভাগ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল নৌযান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে জানান সুলতান আহমেদ।
[৫] এর আগে করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা দেয়। তারই প্রেক্ষিতে দেশের সকল পর্যটন কেন্দ্র এবং পর্যটন সংশ্লিষ্ট হোটেল মোটেল ২ সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।