শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাইকারী "রানা" গ্রুপের প্রধান সহযোগীসহ গ্রেপ্তার ৪

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত এবং ছিনতাইকারীচক্র ‘রানা’ গ্রুপের প্রধান মো. রানাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (২ এপ্রিল) ভোরে দেওয়ানহাট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এই ছিনতাই চক্রের আটককৃত বাকি আসামিরা হলেন, মো. আলমগীর (২৮), মো. শামীম (২১) ও বেলাল হোসেন প্রকাশ কিডনি বেলাল (২১)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহার করে এমন দুইটি ছোরা উদ্ধার করা হয়।

[৪] ওসি মহসীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা নগরের বিভিন্ন ভিড়ে কৃত্রিম জটলা সৃষ্টি ও চলন্ত বাস থেকে কৌশনে মোবাইল ছিনতাই করে এবং নেতৃত্বে থাকে রানা। ৪ জনকে আটক করা হলেও এ সময় গ্রুপের এক সদস্য পালিয়ে গেছে।

[৫] রানার বিরুদ্ধে ২টি, শামীমের বিরুদ্ধে ৪টি ও আলমগীরের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলেও তথ্য দেন ওসি মহসীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়