বগুড়া প্রতিনিধিঃ [২] শহরের বুজরুগ বাড়ীয়া পশ্চিমপাড়া এলাকায় টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী মোজাহার আলী নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সমিতির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার সকালে বৃদ্ধার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
[৩] জানা যায়, বগুড়া জেলা শহরের বুজরুগ বাড়ীয়া পশ্চিমপাড়া এলাকার মোজাহার আলী ও তার ছেলে হাতেম আলী ১০বছর পূর্বে একটি সঞ্চয় সমিতির চালু করে। সেই সমিতিটি দেউলিয়া হয়ে গেলে সমিতির সদস্যরা টাকার জন্য চাপ দিয়ে আসছিলো। এক পর্যায়ে শুক্রবার সকালে সমিতির স্থানীয় সদস্যরা তার বাড়ী দখল করতে যায়। এসময় তিনি বাধা দিলে তাকে মারপিট ও শ্বাস রোধ করে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৪] বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ প্রতিবেদক-কে বলেন, পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। মামলা দায়েরের প্রস্ততি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ