শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার মুখে স্থিতিশীল সমাধান বাংলাদেশের ‘ভাসমান চাষাবাদ পদ্ধতি’

লিহান লিমা: [২] গবেষণায় বলা হয়েছে, ভাসমান চাষাবাদ পদ্ধতি শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চলে বসবসাসরত গোষ্ঠির জীবনমান আয়ের অন্যতম একটি উৎসই নয়, বন্যাদুর্গত এই দেশে স্থিতিশীল খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে অন্যতম একটি কার্যকরী পদক্ষেপ। ইউরো অ্যালার্ট

[৩]‘জার্নাল অব এগ্রিকালচার, ফুড এন্ড এনভারমেন্ট’ এ প্রকাশিত এই গবেষণাপত্রে কি ধরণের ভাসমান বাগান পদ্ধতি বাংলাদেশের কৃষি ও চাষাবাদের জন্য স্থিতিশীল হবে তা বিশ্লেষণ করা হয়। গবেষকরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে এই ভাসমান পদ্ধতি খাদ্য উৎপাদনে কতটুকু স্থিতিশীল তাও খতিয়ে দেখেন।

[৪]গবেষণার সহ- লেখক ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রেগ জেনকিনস বলেন, ‘বর্ষা মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের উৎপাদন অব্যাহত রাখার চালিকাশক্তি এই ভাসমান প্রকল্প।’ গবেষকদল এই পদ্ধতিতে চাষাবাদ করা ৯জন কৃষকের সাক্ষাতকার নেন। প্রত্যেকেই বলেছেন, এই পদ্ধতি সার, কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের বাড়তি খরচ সম্পূর্ণ কমিয়ে দেয়। একজন বলেছেন, জমিতে ধানচাষের সনাতন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে তিনি চারগুণ বেশি আয় করেছেন।

[৫]এই সময় গবেষকরা এই পদ্ধতির সম্প্রসারণের জন্য কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেয়ার আহ্বান জানায়। যাতে তারা সহজেই ‘ভাসমান বাগান’ তৈরি করতে পারে।

[৬]সাধারণত জলে ভেসে থাকতে সক্ষম এমন উদ্ভিদ (কচুরিপানা) দিয়ে এটি তৈরি করা হয়, পানির সাথে পাল্লা দিয়ে ভেসে থাকে এই ভাসমান চাষের জমি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম থাকায় এই সময় এমন ভাসমান উদ্যান চাষাবাদ পদ্ধতি খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে অত্যন্ত কার্যকরী। বাংলাদেশে ‘ভাসমান চাষাবাদ’ পদ্ধতিটি কিছুটা নতুন হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো শতবছর ধরে এই পদ্ধতি চলে আসছে। এই পদ্ধতিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘কৃষি ঐতিহ্যের বৈশ্বিক গুরুত্বপূর্ণ পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়