শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার মুখে স্থিতিশীল সমাধান বাংলাদেশের ‘ভাসমান চাষাবাদ পদ্ধতি’

লিহান লিমা: [২] গবেষণায় বলা হয়েছে, ভাসমান চাষাবাদ পদ্ধতি শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চলে বসবসাসরত গোষ্ঠির জীবনমান আয়ের অন্যতম একটি উৎসই নয়, বন্যাদুর্গত এই দেশে স্থিতিশীল খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে অন্যতম একটি কার্যকরী পদক্ষেপ। ইউরো অ্যালার্ট

[৩]‘জার্নাল অব এগ্রিকালচার, ফুড এন্ড এনভারমেন্ট’ এ প্রকাশিত এই গবেষণাপত্রে কি ধরণের ভাসমান বাগান পদ্ধতি বাংলাদেশের কৃষি ও চাষাবাদের জন্য স্থিতিশীল হবে তা বিশ্লেষণ করা হয়। গবেষকরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে এই ভাসমান পদ্ধতি খাদ্য উৎপাদনে কতটুকু স্থিতিশীল তাও খতিয়ে দেখেন।

[৪]গবেষণার সহ- লেখক ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রেগ জেনকিনস বলেন, ‘বর্ষা মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের উৎপাদন অব্যাহত রাখার চালিকাশক্তি এই ভাসমান প্রকল্প।’ গবেষকদল এই পদ্ধতিতে চাষাবাদ করা ৯জন কৃষকের সাক্ষাতকার নেন। প্রত্যেকেই বলেছেন, এই পদ্ধতি সার, কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের বাড়তি খরচ সম্পূর্ণ কমিয়ে দেয়। একজন বলেছেন, জমিতে ধানচাষের সনাতন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে তিনি চারগুণ বেশি আয় করেছেন।

[৫]এই সময় গবেষকরা এই পদ্ধতির সম্প্রসারণের জন্য কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেয়ার আহ্বান জানায়। যাতে তারা সহজেই ‘ভাসমান বাগান’ তৈরি করতে পারে।

[৬]সাধারণত জলে ভেসে থাকতে সক্ষম এমন উদ্ভিদ (কচুরিপানা) দিয়ে এটি তৈরি করা হয়, পানির সাথে পাল্লা দিয়ে ভেসে থাকে এই ভাসমান চাষের জমি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম থাকায় এই সময় এমন ভাসমান উদ্যান চাষাবাদ পদ্ধতি খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে অত্যন্ত কার্যকরী। বাংলাদেশে ‘ভাসমান চাষাবাদ’ পদ্ধতিটি কিছুটা নতুন হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো শতবছর ধরে এই পদ্ধতি চলে আসছে। এই পদ্ধতিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘কৃষি ঐতিহ্যের বৈশ্বিক গুরুত্বপূর্ণ পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়