রাকিবুল রিফাত [৩] পশ্চিম তাইওয়ানের একটি টানেলে শুক্রবার এ দুর্ঘটনায় অন্তত ৭৭ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। রয়র্টাস
[৪] ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান ইউনিটের এক কর্মকর্তা জানান তাইতুংগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে টানেলের দেওয়ালের সাথে ধাক্কা লাগে।
[৫] ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিল এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। তাইতুং তাইওয়ানের অন্যতম একটি পর্যটন এলাকা। বর্তমানে পশ্চিম তাইওয়ান থেকে তাইতুংগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
[৬] এর আগে ও ২০১৮সালে এ অঞ্চলে ট্রেন দুর্ঘটনা ঘটে যাতে ১৮ জন নিহত হয় এবং ১৭৫ জন আহত হয়। সম্পদানা : রাশিদ