তাহমীদ রহমান: [২] করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বুধবার প্রকাশিত নির্দেশনায় এই সুপারিশ করা হয়েছে। এনডিটিভি
[৩] শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালে কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে আইভারমেকটিন ব্যবহার করা উচিত। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলেছে, মৃত্যু হার, হাসপাতালে ভর্তি এবং শরীর থেকে ভাইরাস দূর করার ক্ষেত্রে আইভারমেকটিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত প্রমাণ অত্যন্ত কম।
[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২ হাজার ৪০০ করোনা রোগীর ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ১৬টি পরীক্ষা বিশ্লেষণ করে দেখেছে। এই রোগীদের অনেককে আইভারমেকটিন এবং অন্যদের প্ল্যাসেবো ও অন্যান্য ওষুধের প্রয়োগ করা হয়েছিল।
[৫] সংস্থাটি বলেছে, রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন কীভাবে কাজ করে সে বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত যথাযথ তথ্য-প্রমাণ নেই। এছাড়া এই ওষুধে কোনো উপকারিতা আছে কি না সেটিরও কোনো ব্যাখ্যা নেই।
[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়ে বলেছে, নতুন এই নির্দেশনা একেবারে অনমনীয় নয়। প্রমাণ পাওয়া গেলে তা সময়ের সঙ্গে সঙ্গে হালনাগাদ করা হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেল স্বল্প মূল্যের ব্যাপক সহজলভ্য এই ওষুধ ব্যবহারের সুপারিশ করছে না। সম্পাদনা : রাশিদ