শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:১১ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮টি ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি

তৌহিদুর রহমান নিটল: হেফাজতে ইসলামের তান্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮টি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত দল। এছাড়া কুমিল্লার ক্রাইমসিন টিম ও ঢাকার ফরেনসিক টিম ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিআইডির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সোমবার ও মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সিআইডির একটি দল, কুমিল্লার ক্রাইমসিন দল ও ঢাকার ফরেনসিক দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। খোঁজ নিয়ে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হামলা চালান হেফাজতে ইসলামের কর্মীরা। তারা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, জেলা গণগ্রন্থাগার, সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়সহ সরকারি-বেসরকারি কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবেও হামলা চালান হেফাজতকর্মীরা।

সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৩৮টি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে ক্রাইমসিন ও ফরেনসিক দল।

সংগৃহীত আলামতগুলো সিআইডির নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হবে। পরবর্তী সময়ে মামলার তদন্তকাজে সহায়তার জন্য পরীক্ষার রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া হবে। এছাড়া সিআইডির বিশেষায়িত দল গুরুত্বপূর্ণ ২৬টি স্থানের ভিডিও চিত্র ধারণ করেছে, যার মাধ্যমে বিক্ষোভকারীদের করা ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে সিআইডির ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) শাহারিয়ার রহমান বলেন, আদালতের অনুমতি নিয়ে ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতগুলো পরীক্ষা করা হবে। পরীক্ষা করে পেট্রল বা অন্য কিছু দিয়ে পোড়ানো হয়েছে কি না, সেটি বের করা হবে। পরবর্তী সময়ে পরীক্ষার রিপোর্ট মামলার তদন্তকাজে সহায়তার জন্য তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়