আব্দুল্লাহ যুবায়ের: [২] মঙ্গলবার দেশটির পাবলিক প্রসিকিউটর আদালতে বলেন, এ ব্যক্তি কিমুরার পোস্টে তার চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করতেন এবং বলতেন তোমার মরে যাওয়া উচিৎ। বিবিসি
[৪] প্রসিকিউটর আরও বলেন, প্রতিদিন তার প্রতিটা পোস্টে শত শত আপত্তিকর মন্তব্য করতো মানুষ। তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এসব সহ্য করতে পারেননি বলে আত্মহত্যা করেছেন তিনি।
[৫] ২০২০ সালের মে মাসে আত্মহত্যা করেন এ তারকা। এরপর প্রচুর দর্শকের অনুরোধ সত্ত্বেও দেশটির ফুজি টিভির রিয়েলিটি শো ‘টেরেস হাউস’ এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এ শোতে ৬ জন তরুণ তরুণী লাইভ প্রোগ্রাম করতেন, যা নেটফ্লিক্সে প্রচার করা হতো।