শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলাধূলার মানোন্নয়নে ক্রীড়া সামগ্রী আমদানী শুল্কমুক্ত রাখাতে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] বুধবার কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৭৮টি উপজেলা যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৫] বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট পরিকল্পনা বাস্তবায়ন এবং অবকাঠামো নির্মাণের নিমিত্ত উক্ত প্রতিষ্ঠান সংলগ্ন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জমি জরুরী ভিত্তিতে হস্তান্তর করার জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে পত্র দেয়ার বিষয়ে কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

[৬] বৈঠকে ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ ক্যাম্পাসে ক্রীড়া পরিদপ্তরের প্রশাসনিক ভবন, শারীরিক শিক্ষা কলেজ এর একাডেমিক ভবন ও অন্যান্য আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পের ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য কমিটি সুপারিশ করে।

[৭] এছাড়া, অধিকাংশ নারী কর্মীদের কাজের সুবিধার্থে দীর্ঘ ৩৬ বছর যাবত পরিচালিত মোহাম্মদপুর ড্রেস মেকিং, ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার, জেড-১৬, রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোড, ঢাকা অফিসটি অন্যত্র স্থানান্তর না করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়