রাজু চৌধুরী : [২] বুধবার (৩১ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মহিউদ্দীন মুরাদের আদালত এ আদেশ দেন।
[৩] অন্যদিকে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে কোতোয়ালী থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে কারাবন্দী ১১ পুরুষ বিএনপি নেতাকর্মীদের এক দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ; তবে একই মামলায় গ্রেপ্তার পাঁচ মহিলাদলের নেত্রীর রিমান্ড মঞ্জুর করেনি আদালত। আসামিদের আইনজীবী বদরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[৪] তিনি বলেন, আদালত ডা. শাহাদাতের রিমান্ড না মঞ্জুর করেছেন এবং একই সাথে আমাদের করা আবেদনে তাকে কারাগারে ডিভিশন বন্দীর সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন।
[৫] গতকাল মঙ্গলবার শাহাদাতসহ আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আদালত বুধবার রিমান্ড শুনানির সময় দিয়ে প্রত্যেককে কারাগারে পাঠিয়েছিলেন।
[৬] গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হলে আদালত ডা. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
[৭] এর আগে গত সোমবার সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করা হয় ডা. শাহাদাত হোসেনকে।
[৮] ডা. শাহাদাতের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির মামলা করেন নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ও মহিলা দলের নেত্রী ডা. লুসি খান।
[৯] এছাড়া নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।