বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে একের পর এক সাফল্যের পালক যোগ করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। গুঞ্জন উঠেছে, বর্তমানে তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। এই নির্মাতার একের পর এক প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন নায়িকা। আর টিভি
বলিউড হাঙ্গামার খবরে জানা যায়, 'গাঙ্গুবাই' সিনেমায় একটি নাচের দৃশ্যে দীপিকাকে অনুরোধ করেন বানসালী। কিন্তু দীপিকা সেটি করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নির্মাতা 'হীরা মান্ডি' সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেও সেটি প্রত্যাখ্যান করেন নায়িকা। পর পর দীপিকার প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি বানসালী। তারপর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
শোনা যাচ্ছে, 'গাঙ্গুবাই' সিনেমায় প্রধান চরিত্র হিসেবে আলিয়াকে চূড়ান্ত করার পরই বানসালীর সঙ্গে দূরত্ব বাড়ে দীপিকার। কারণ এই চরিত্রে দীপিকার অভিনয়ের কথা ছিলো। কিন্তু নির্মাতা কথা রাখেননি। আর তাই দীপিকাও এখন তাকে ফিরিয়ে দিচ্ছেন।