স্পোর্টস ডেস্ক : [২] ডান হাঁটুর চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন রবের্ত লেভানদোভস্কি। তাই স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডকে পাবে না জার্মান চ্যাম্পিয়নরা। এই অবস্থায় মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেলো বায়ার্ন মিউনিখ।
[৩] বিশ্বকাপ বাছাইয়ে গত রোববার (২৮ মার্চ) অ্যান্ডোরার বিপক্ষে পোল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। ওই ম্যাচে জোড়া গোল করে ব্যবধান গড়ে দিয়েছিলেন তিনি।
[৪] পরদিন দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে লেভানদোভস্কিকে। বাছাইয়ে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে স্ক্যানের পর মঙ্গলবার বায়ার্ন জানায়, সেরে উঠতে আরও বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। - বিডিনিউজ/ গোল ডটকম