শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম ডাকটিকেটের নকশাকার বিমান মল্লিক (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : একটি দেশের প্রাথমিক পরিচয় তার পতাকায়। আর দেশের প্রাথমিক প্রচার তার ডাকটিকিটে। ১৯৭১ সালের ২৬ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশের প্রথম ডাকটিকেট প্রকাশিত হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি বর্হিবিশ্বের দৃষ্টি আকর্ষণ ও সমর্থন লাভের উদ্দেশ্যে মুজিবনগর সরকার ডাকটিকিট প্রচলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলো।

বাংলাদেশ সরকার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল জন স্টোনহাউসকে এ ডাকটিকিট প্রকাশের দায়িত্ব দেয়।

জন স্টোনহাউস লন্ডনপ্রবাসী বাঙালি নকশাকার বিমান মল্লিককে ডাকটিকিটের নকশা করার দায়িত্ব দেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমনসে বিমান মল্লিকের নকশা করা আটটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রদর্শন করেন।

ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি লন্ডনে বসে ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
ব্রিটেনে বিমান মল্লিকের ডিজাইন করা ডাকটিকেটগুলো নিলামে বিক্রি করে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সাথে লন্ডনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিমান মল্লিকের স্মৃতিচারণের অংশ বিশেষ দেখা যাবে এই ভিডিওতে।

প্রথম আটটি ডাকটিকিটের মূল্য

১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মূল্য: ১০ পয়সা।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকান্ড, মূল্য: ২০ পয়সা।
৩. সাড়ে সাত কোটি মানুষ, মূল্য: ৫০ পয়সা।
৪. ১৯৭০ সালের নির্বাচনের ফল, মূল্য: ১ টাকা।
৫. ভোটের ব্যালট বাক্স, মূল্য: ২ টাকা।
৬. ১০ এপ্রিল ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা, মূল্য: ৩ টাকা।
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মূল্য: ৫ টাকা।
৮. বাংলাদেশকে সমর্থন করুন, মূল্য: ১০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়