শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম ডাকটিকেটের নকশাকার বিমান মল্লিক (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : একটি দেশের প্রাথমিক পরিচয় তার পতাকায়। আর দেশের প্রাথমিক প্রচার তার ডাকটিকিটে। ১৯৭১ সালের ২৬ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশের প্রথম ডাকটিকেট প্রকাশিত হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি বর্হিবিশ্বের দৃষ্টি আকর্ষণ ও সমর্থন লাভের উদ্দেশ্যে মুজিবনগর সরকার ডাকটিকিট প্রচলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলো।

বাংলাদেশ সরকার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল জন স্টোনহাউসকে এ ডাকটিকিট প্রকাশের দায়িত্ব দেয়।

জন স্টোনহাউস লন্ডনপ্রবাসী বাঙালি নকশাকার বিমান মল্লিককে ডাকটিকিটের নকশা করার দায়িত্ব দেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমনসে বিমান মল্লিকের নকশা করা আটটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রদর্শন করেন।

ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি লন্ডনে বসে ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
ব্রিটেনে বিমান মল্লিকের ডিজাইন করা ডাকটিকেটগুলো নিলামে বিক্রি করে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সাথে লন্ডনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিমান মল্লিকের স্মৃতিচারণের অংশ বিশেষ দেখা যাবে এই ভিডিওতে।

প্রথম আটটি ডাকটিকিটের মূল্য

১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মূল্য: ১০ পয়সা।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকান্ড, মূল্য: ২০ পয়সা।
৩. সাড়ে সাত কোটি মানুষ, মূল্য: ৫০ পয়সা।
৪. ১৯৭০ সালের নির্বাচনের ফল, মূল্য: ১ টাকা।
৫. ভোটের ব্যালট বাক্স, মূল্য: ২ টাকা।
৬. ১০ এপ্রিল ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা, মূল্য: ৩ টাকা।
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মূল্য: ৫ টাকা।
৮. বাংলাদেশকে সমর্থন করুন, মূল্য: ১০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়