ইসমাঈল ইমু: [২] দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মালি এবং কঙ্গো প্রজাতন্ত্রে গত গত ১০ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এবং কর্মরত বিভিন্ন দেশের নাগরিকসহ স্থানীয় জনসাধারন স্বত:স্ফূর্তভাবে মুজিববর্ষ ম্যারাথনে অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর উদ্যোগে সেনাবাহিনীর কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে এমন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহে যথাযথ মর্যাদায় মুজিব বর্ষ উদযাপন করা হচ্ছে।
[৩] জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মুজিব ম্যারাথনে এ যাবত জাতিসংঘে কর্মরত ১৩৪ জন বিদেশী নাগরিক ও শান্তিরক্ষী এবং ৯৫ জন স্থানীয় নাগরিকসহ ৩৪৯৩ জন অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের মত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকাতে ও বিভিন্ন দুরত্বে (৫ কি.মি. ১০ কি.মি., ২১.০৯৭ কি.মি. এবং ১২.১৯৫ কি.মি.) এই ম্যারাথন আয়োজন করা হয়।
[৪] জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই ম্যারাথনে বিভিন্ন দেশের নাগরিকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ বিশ্ব নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিচিতি এবং তার প্রতি অতুলনীয় শ্রদ্ধারই বহি:প্রকাশ যা একজন বাংলাদেশী হিসেবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত সম্মানের।