শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথক অভিযানে ২৭০০ কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড, পিকআপ জব্দ

ইসমাঈল ইমু: [২] মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, ভোর ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হরিণা ফেরি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ২শ’ কেজি জাটকা ও ১টি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়।

[৩] জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম এবং সহকারী মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান এর উপস্থিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আটককৃত ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত ১ বছর করে কারাদন্ড দেন।

[৪] অপরদিকে, ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশান পাগলা সোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে অসাধু জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় জাটকার প্রকৃত মালিককে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো সহকারী মৎস্য প্রকল্প কর্মকর্তা মো. জামাল উদ্দিন এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

[৫] তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়