দেবদুলাল মুন্না:[২] পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি মনে করি দেশের পঞ্চাশতম স্বাধীনতা উদযাপনের সঠিক উপায়, দেশের নাগরিকদের জন্য কিছু করা ও দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে সচেষ্ট হওয়া। এই ইতিবাচক পরিবর্তন এর সঙ্গী হিসেবে আমাদের মতাদর্শের সাথে যায় এমন কিছু করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আমরা এগিয়ে গেলেই, এগিয়ে যাবে বাংলাদেশ।
[৩] নিয়োগ দেবার পূর্বে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও ওয়ার্কশপেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে পাঠাওকে ধন্যবাদ জানান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
[৪] আসাদুজ্জামান নূর ডিজিবাংলাকে বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে। আন্তর্জাতিক পরিমÐলে আমরা পাচ্ছি অভিনন্দন ও প্রশংসা। কিন্তু এই অগ্রগতির সাথে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। আমি পাঠাওকে সাধুবাদ জানাই এমন একটি আয়োজন করার জন্য ও ৫০ জন ট্রান্সজেন্ডার আয়ের সুব্যবস্থা করার জন্য।
[৫] ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শোভা সরকার বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের মুল্যায়ন হচ্ছে দেখে আমরা আশাবাদী।