শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সের হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নিবেন না এমবাপে!

স্পোর্টস ডেস্ক : [২] অলিম্পিকে ফুটবল অন্তর্ভুক্তির পর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এরপর আসরের ১২০ বছরের ইতিহাসে আর এ পুরস্কারের মুখ দেখেনি দলটি। তবে চলতি বছর টোকিও অলিম্পিকের ফেভারিট দল তারা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও দলটি। কিন্তু অলিম্পিকে খেলার ইচ্ছা নেই হালের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি দৈনিক লা পার্শিয়ান।

[৩] সংবাদ অনুযায়ী, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। আগামী মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে তার। তাকে ধরে রাখার জন্য একের পর এক লাভজনক প্রস্তাব দিয়েও কোনো সাড়া পায়নি ফরাসি ক্লাবটি। জানা গেছে মৌসুম শেষ করেও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন এ তরুণ। আর সঠিক সিদ্ধান্ত নিতে তখন কোনো প্রতিযোগিতায় থাকতে চান না বিশ্বকাপ জয়ী এ ফুটবলার।

[৪] গত বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্সের পর থেকেই এমবাপেকে নিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন রয়েছে এমবাপেও স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী। কিন্তু সাম্প্রতিক সময়ের অতিমারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বড় অঙ্কের ট্রান্সফার অনেকটা অসম্ভব। এমনকি বড় অঙ্কের বেতন ভাতাও প্রদান নাও করতে পারে রিয়াল। আর এটাই ভাবাচ্ছে এমবাপেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সময় নিচ্ছেন তিনি।

[৫] অন্যদিকে টানা সূচির মৌসুম শেষ করে এ বছরই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে এমবাপের দল ফ্রান্স। এরপর আবার অলিম্পিকে খেলা কিছুটা হলেও চাপ হয়ে যায় তার জন্য। পরের মৌসুমে সেরাটা দিতে কিছুটা বিশ্রামও চাই তার। সবমিলিয়ে তাই অলিম্পিক গেমসে খেলতে চাইছেন না এমবাপে। - ফরাসি দৈনিক লা পার্শিয়ান/ ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়