শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় লিগে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তুষার ইমরান

রাহুল রাজ: [২] ২২ তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ৯৯ রানে হয়েছিলেন রানআউট। সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন খুলনা বিভাগের তুষার ইমরান। রংপুরের বিপক্ষে লিগের দ্বিতীয় রাউন্ডে পূর্ণ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২তম সেঞ্চুরি।

[৩] তুষার ঘোষণা দিয়েছিলেন ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানাবেন। মাইলস্টোনের পথে খুব দ্রুতলয়ে এগিয়ে চলেছেন বলের সঙ্গে রানের ভারসাম্য ঠিক রেখে। সিলেটের বিপক্ষে আগের ম্যাচে ৯৯ রান করেছিলেন ১১৭ বলে। মেরেছিলেন ১৩ বাউন্ডারি।

[৪] আজ সোমবার ২৯ মার্চ, ১০২ রানে অপরাজিত আছেন রান মেশিন তুষার। ১১৪ বলের ইনিংসে মেরেছেন ১৮টি চার। রানের ফুলঝুরি ছুটিয়ে কাঙ্খিত ১২ হাজার রানের দিকে ছুটছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। বর্তমানে তার রান ১১,৯০৬।

[৫] প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি-ফিফটি সব রেকর্ডই তুষারের দখলে। তার ধারেকাছে নেই কেউ।

[৬] খুলনার হয়ে তুষার একাই লড়ে চলেছেন। চার দিনের ম্যাচের প্রথমদিন ১৭৫ রানে ৬ উইকেট হারিয়েছে দলটি।

[৭] প্রথম দুই বলে রবিউল ইসলাম রবি ও ইমরুল কায়েসকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। দলের চার নম্বর ব্যাটসম্যান তুষারকে নামতে হয়েছিল প্রথম ওভারেই। সেখান থেকে দলের ইনিংস টেনে তুলছেন সেঞ্চুরি উপহার দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়