নূর মোহাম্মদ: [২] তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন।
[৩] গত বছরের ৮ জুলাই আড়াই কোটি টাকা মূল্যমানের সাড়ে ৪ কেজি সোনাসহ কমলাপুর রেলস্টেশন থেকে আকাশ ঘোষকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।