কায়সার হামিদ:[২] কক্সবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকান্ডের ঘটনায় দুইটি দোকান পুড়ে গেছে।
[৩] ২৮ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -০১ ইস্ট ব্লক-ডি এর মাছ বাজারে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহতের হয়নি বলে জানা গেছে।
[৪] খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার আগে পাশ্ববর্তী রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
[৫] উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো: এমদাদুল হক জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। এতে একটি ইলেকট্রিক দোকান ও একটি ভাঙ্গারীর দোকান পুড়ে গেছে।
[৬] এর আগে ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় ১১ জন নিহতসহ আহত হয়েছে ৪ শ জনের অধিক। ১০ হাজারের অধিক বসতি পুড়ে যায়। এখনো নিখোঁজ রয়েছে ৫শ জনের অধিক।সম্পাদনা:অনন্যা আফরিন