মাহিন সরকার : [২] ৩৩০ রানে জবাবে ব্যাট করতে নেমে ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে পড়ে সফরকারীরা। সেখান থেকে মইন আলি, আদিল রশিদ ও মার্ক উডকে নিয়ে দারুণ তিন জুটিতে ইংল্যান্ডকে একদম জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ৮৩ বলে ৩ ছক্কা ও ৯ চারে ৯৫ রান করে অপরাজিত স্যাম কুরান। তবে শেষমেশ নির্ধারণ ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রান করতে সমর্থ হয় ইংলিশরা। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড ৩ টি ও আদিল রশিদ ২টি উইকেট নেন।
[৩] এদিন আগে ব্যাট করে রিষভ পান্টের ৭৮, ধাওয়ানের ৬৭ ও হার্দিক পাডিয়ার ৬৪ রানে ভর করে ৪৮.২ বলে ৩২৯ রানে অল আউট হয় ভারত।
[৪] ভারতের পক্ষে সার্দুল ঠাকুর ৪ টি ও ভুবনেশ্বর কুমার ৩ টি করে উইকেট নেন। আর এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। - ক্রিকইনফো