আব্দুল্লাহ যুবায়ের: [৩] রোববার পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি হারুন মালিক বলেন, সাবেক সভাপতি আশফাক হুসেইন দলবলসহ আমাদের ওপর হামলা করে। আল জাজিরা
[৪] তিনি আরও বলেন, আশফাক আমাকে হুমকি দিয়েছে, ফেডারেশন এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষমতা তার হাতে তুলে দেওয়া না হলে, আমাকে হত্যা করা হবে।
[৫] মালিক আরও বলেন, আমি আশফাককে বলেছি, ফেডারেশনের নিয়ম অনুযায়ী নির্বাচন হবে এবং সেখানে যদি বিরোধী পক্ষ বিজয়ী হয়, তাহলে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। যদি পরাজিত হয়, তাহলে হামলা ও হুমকি কোন কাজে আসবে না। তাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাসও দিয়েছি আমি।
[৬] ফেডারেশনের একজন মুখপাত্র বলেন, ২০১৮ সালে সুপ্রিম কোর্ট ফেডারেশনের নির্বাচন স্থগিত করে দেয়। এখন নির্বাচন হওয়া না হওয়া সব আদালতের এখতিয়ার। এখানে আমাদের করার কিছু নেই।
[৭] তিনি আরও বলেন, এ হামলায় ফেডারশনের কয়েক কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আদালতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো এবং তাদের উপযুক্ত শাস্তি দাবি করবো।
[৮] ২০১৫ সালে অভ্যন্তরীন কোন্দলের কারণে ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল