এএইচ রাফি: [২] রোববার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থানাটিতে এই ঘটনা ঘটে। এসময় থানার বাইরে থাকা একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনায় ওসিসহ ৫জন পুলিশ সদস্য আহত হলেও তাদের পরিচয় জানা যায়নি।
[৩] খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটিনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ করছিল। তারা অতর্কিত হামলা করে হাইওয়ে থানায়।
[৪] এসময় থানার সামনে থাকা একটি গাড়ি ও থানায় অগ্নিসংযোগ করে। সম্পাদনা: জেরিন আহমেদ