রাকিবুল রিফাত: [৩] ইন্দোনেশিয়ার মাকাসার শহরে রবিবার একটি ক্যাথোলিক গীর্জায় বোমা হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। রয়র্টাস
[৪] দক্ষিণ সোলায়েসির পুলিশ কর্মকর্তা ই যুপলান জানান, হামলার সময় বেশ কয়েকজন প্রার্থনাকারী ভিতরে ছিলেন। যারা গুরুতর আহত হয়েছে। ঘটনায় এ পর্যন্ত ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
[৫] ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ও আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় সন্দেহভাজন এক ব্যক্তি আত্নহত্যা করেছে। এছাড়া হামলার ঘটনায় কোন কাউকে গ্রেপ্তার দেখায় নি পুলিশ।পূর্বেও এ অঞ্চলে গীর্জায় হামলার ঘটনা ঘটেছিলো । সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল