শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম বোলার হিসেবে বিশ্বরেকর্ডের সঙ্গে সেরা বোলিংয়ের ইতিহাসও গড়লেন নাসুম

রাহুল রাজ: [২] নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানে হারলেও নাসুম গড়েছেন কয়েকটি রেকর্ডও।

[৩] সেডন পার্কের ছোট মাঠে টস হেরে দারুণ শুরু পায় বাংলাদেশ। অভিষিক্ত নাসুম আহমেদ প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নেন প্রথম উইকেট। প্রথম ৫ বল থেকে ১ রান আসার পর অভিষিক্ত ফিন অ্যালেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই হয়েছেন বোল্ড।

[৪] ফিন অ্যালেনকে আউটের সাথে দারুণ রেকর্ডে নাম লিখিয়েছেন নাসুম। টি- টোয়েন্টি অভিষিকে প্রতিপক্ষের অভিষিক্ত ব্যাটসম্যানকে শূন্য রানে আউট করা আইসিসির পূর্ণ সদস্য দেশের মাত্র পঞ্চম বোলার নাসুম। সর্বশেষ ২০১১ সালে এরকম ঘটনা ঘটেছিল। যেখানে জিম্বাবুয়ের কাইল জার্ভিস আউট হয়েছিলেন পাকিস্তানের অভিষিক্ত পেসার আইজাজ চিমার বলে।

[৫] আরেক দিক থেকে নাসুমই বিশ্বের প্রথম বোলার হিসেবে একটি রেকর্ড গড়েছেন। যেখানে অভিষিক্ত কোন ওপেনারকে প্রথম বলেই আউট করা অভিষিক্ত প্রথম বোলার নাসুম আহমেদ।

[৬] সব মিলিয়ে এদিন ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি পান ২ উইকেট। তবে পেতে পারতেন আরো একটি উইকেট। তার বলে ৪৭ রানে কনওয়েকে আউট করার সুযোগ এসেছিল। কিন্তু শরিফুল ক্যাচ নিয়ে বাউন্ডারি লাইনে পা দিলে সেটি ছক্কা হয়ে যায়। তবে এমন পারফরম্যান্সেও দেশের বাইরের মাটিতে টি- টোয়েন্টি অভিষেকে দ্বিতীয় সেরা বাংলাদেশী বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন নাসুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়