শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণা বিজিবির অভিযানে ১৭৫ বোতল ভারতীয় মদ ও ২৪৬০ পিচ মেহেদী জব্দ

সুস্থির সরকার: [২] জেলার (৩১ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে ১৭৫ বোতল ভারতীয় মদ এবং ২৪৬০ পিচ ভারতীয় মেহেদী আটক হয়েছে।

[৩] ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর উপ অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৭ মার্চ জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত ভবানীপুর বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে ৬ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ভবানীপুর নামক এলাকা থেকে ১০৭ বোতল, ২ নং দূর্গাপুর উনিয়নে অবস্থিত নলুয়াপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৬০/৭-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থান হতে ৬৮ বোতলসহ মোট ১৭৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

[৪] এছাড়াও নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত সুবেদার মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে ০৬ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোনা ফান্দা নামক এলাকা থেকে ২৪৬০ পিচ ভারতীয় কাবেরী মেহেদী আটক করা হয়।

[৫] আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-২,৯৯,৫০০ টাকা। কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়