শিরোনাম
◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির ◈ ওসমান হাদি ইস্যুতে 'সর্বদলীয় প্রতিবাদ সভা'য় বিএনপি ছিল না কেন ◈ গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি ◈ রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স ◈ বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা ◈ কয়লা ধুলে ময়লা যায় না, আ. লীগের ক্ষেত্রে তাই হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণা বিজিবির অভিযানে ১৭৫ বোতল ভারতীয় মদ ও ২৪৬০ পিচ মেহেদী জব্দ

সুস্থির সরকার: [২] জেলার (৩১ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে ১৭৫ বোতল ভারতীয় মদ এবং ২৪৬০ পিচ ভারতীয় মেহেদী আটক হয়েছে।

[৩] ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর উপ অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৭ মার্চ জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত ভবানীপুর বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে ৬ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ভবানীপুর নামক এলাকা থেকে ১০৭ বোতল, ২ নং দূর্গাপুর উনিয়নে অবস্থিত নলুয়াপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৬০/৭-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থান হতে ৬৮ বোতলসহ মোট ১৭৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

[৪] এছাড়াও নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত সুবেদার মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে ০৬ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোনা ফান্দা নামক এলাকা থেকে ২৪৬০ পিচ ভারতীয় কাবেরী মেহেদী আটক করা হয়।

[৫] আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-২,৯৯,৫০০ টাকা। কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়