শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সশস্ত্রবাহিনী দিবসে বিক্ষোভরত জনগণের মাথায় গুলি চালানোর হুমকি দিলো মিয়ানমার জান্তা

লিহান লিমা: [২] শনিবার মিয়ানমারের সশস্ত্রবাহিনী দিবসে সেনা প্যারেডের সময় বিক্ষোভের ডাক দিয়েছে সেনা শাসন বিরোধী জনতা। শনিবার সকাল না হতেই বিক্ষোভকারীরা ইয়াঙ্গুন, মানদেলে ও কারেন রাজ্যে জড়ো হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সকাল থেকে ১২-২২জন বেসামরিক নিহতের খবর পাওয়া গিয়েছে। ইয়াঙ্গুনের ডেল্টায় ৮জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনজনের মাথায় গুলি করা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৩ বছরের এক স্কুলশিক্ষার্থী। আল জাজিরা

[৩]এর আগে শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জান্তা বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে ঘোষণা দেয়, ‘ইতোমধ্যে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে তা থেকে আপনাদের শিক্ষা নেয়া উচিত যে ( বিক্ষোভে গেলে) আপনারা মাথায় ও পেছন দিকে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।’

[৪]বিক্ষোভাকারীদের হুমকি দেয়ার পর শনিবার এক বিবৃতিতে অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লিয়াং নতুন নির্বাচন দেয়ার ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী পুরো দেশের সঙ্গে মিলে গণতন্ত্রের সুরক্ষা করবে।’ এই সময় তিনি স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যাহত করার জন্য বিক্ষোভকারীদের দায়ী করেন ও অভ্যুত্থানের বৈধতা দাবী করেন। বিবিসি

[৫]গত ১ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে ৩২৮জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৩ হাজারের বেশি।

[৬]যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয় ইউনিয়ন মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করলেও দেশটি চীন ও রাশিয়ার কাছ থেকে সমর্থন পাচ্ছে। রয়টার্স

[৭]শনিবারের সেনা প্যারেডে অংশ নিয়েছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। শুক্রবার তিনি মিয়ানমারের জ্যেষ্ঠ সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাত করে সেনাবাহিনীর প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন। মিন অং হ্লিয়াং রাশিয়াকে ‘মিয়ানমারের সত্যিকারের বন্ধু’ বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়