শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসে ফিরছে বাইডেন পরিবারের প্রিয় মাথা বিগড়ানো কুকুর ‘মেজর’ ও ‘চ্যাম্প’

দেবদুলাল মুন্না: [২] সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই আবার ওয়াশিংটনের বাসিন্দা হবে মেজর ও চ্যাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাস্কি জানান, হোয়াইট হাউস থেকে বিতাড়িত হওয়ার পর মেজর ও চ্যাম্পের আচরণ বদলানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর বেশ শান্ত হয়েছে মেজর। কমেছে খ্যাপাটে ভাবও। সবকিছু পর্যবেক্ষণ শেষেই সে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পেয়েছে।খবর, সিএনএন।

[৩] গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন শপথ নিয়ে সপরিবারে হোয়াইট হাউসে উঠলে এক সপ্তাহের মাথায় হোয়াইট হাউসে প্রবেশ করে বাইডেন পরিবারের আরও দুই সদস্য, ‘মেজর’ ও ‘চ্যাম্প’। কিন্তু তারা হোয়াইট হাউসের পরিবেশে স্বস্তি অনুভব না করায় যারাই ই আসতেন তাদের দিকেই তেড়ে যেত। ফলে বাধ্য হয়ে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস থেকে ফেরত পাঠান কুকুর দুটিকে। তবে আবার হোয়াইট হাউসে ফিরছে তাঁর প্রিয় দুই কুকুর।

[৪] মেজর জাতে জার্মান শেফার্ড কুকুর। চ্যাম্পও একই জাতের কুকুর। তবে চ্যাম্পকে নিয়ে খুব একটা সমস্যা হয়নি। ২০১৮ সালে ডেলাওয়ারের একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে মেজরকে নিয়ে আসা হয়।

[৫] ডেলাওয়ার অঙ্গরাজ্যে দীর্ঘদিন বাইডেন পরিবারের সঙ্গে বসবাস করেছে মেজর ও চ্যাম্প। প্রিয় পোষ্যদের ডেলাওয়ারে নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন বাইডেন।

[৬] জেন পাস্কি আরও ইঙ্গিত দেন, মেজর ও চ্যাম্পের পর হোয়াইট হাউসে নতুন আরেক বাসিন্দার আবির্ভাব ঘটতে পারে। বাইডেন দম্পতির একটি বিড়াল পোষার পরিকল্পনাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়