শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসে ফিরছে বাইডেন পরিবারের প্রিয় মাথা বিগড়ানো কুকুর ‘মেজর’ ও ‘চ্যাম্প’

দেবদুলাল মুন্না: [২] সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই আবার ওয়াশিংটনের বাসিন্দা হবে মেজর ও চ্যাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাস্কি জানান, হোয়াইট হাউস থেকে বিতাড়িত হওয়ার পর মেজর ও চ্যাম্পের আচরণ বদলানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর বেশ শান্ত হয়েছে মেজর। কমেছে খ্যাপাটে ভাবও। সবকিছু পর্যবেক্ষণ শেষেই সে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পেয়েছে।খবর, সিএনএন।

[৩] গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন শপথ নিয়ে সপরিবারে হোয়াইট হাউসে উঠলে এক সপ্তাহের মাথায় হোয়াইট হাউসে প্রবেশ করে বাইডেন পরিবারের আরও দুই সদস্য, ‘মেজর’ ও ‘চ্যাম্প’। কিন্তু তারা হোয়াইট হাউসের পরিবেশে স্বস্তি অনুভব না করায় যারাই ই আসতেন তাদের দিকেই তেড়ে যেত। ফলে বাধ্য হয়ে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস থেকে ফেরত পাঠান কুকুর দুটিকে। তবে আবার হোয়াইট হাউসে ফিরছে তাঁর প্রিয় দুই কুকুর।

[৪] মেজর জাতে জার্মান শেফার্ড কুকুর। চ্যাম্পও একই জাতের কুকুর। তবে চ্যাম্পকে নিয়ে খুব একটা সমস্যা হয়নি। ২০১৮ সালে ডেলাওয়ারের একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে মেজরকে নিয়ে আসা হয়।

[৫] ডেলাওয়ার অঙ্গরাজ্যে দীর্ঘদিন বাইডেন পরিবারের সঙ্গে বসবাস করেছে মেজর ও চ্যাম্প। প্রিয় পোষ্যদের ডেলাওয়ারে নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন বাইডেন।

[৬] জেন পাস্কি আরও ইঙ্গিত দেন, মেজর ও চ্যাম্পের পর হোয়াইট হাউসে নতুন আরেক বাসিন্দার আবির্ভাব ঘটতে পারে। বাইডেন দম্পতির একটি বিড়াল পোষার পরিকল্পনাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়