শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কূটনৈতিক প্রতিবেদক:[২] শনিবার সকাল ১০ টার কিছু আগে সাতক্ষীরা শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পৌঁছান বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিস্থল ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে যাবেন।

[৩] সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন এবং স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন।

[৪] টুঙ্গিপাড়া থেকে ফিরে বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন উভয় প্রধানমন্ত্রী।

[৫] দ্বিপক্ষীয় বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা, স্টাফ কলেজ ও ন্যাশনাল ক্যাডেট কোরের মধ্যে সমঝোতা স্মারক, ও দুটি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মরকের সম্ভাবনা রয়েছে।

[৬] মেহেরপুরে স্বাধীনতা সড়ক, স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের সম্মানে আশুগঞ্জে স্মৃতিসৌধ, কুষ্টিয়ায় কুঠিবাড়ি সংস্কার, একাধিক বর্ডার হাট, বঙ্গবন্ধুর উপর স্ট্যাম্প ও নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহি ট্রেন উদ্বোধন করবেন তারা।

[৭] স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে উন্মোচন করবেন পৃথক দুটি স্মারক ডাকটিকিট এবং ঘোষণা করবেন ১৮ দেশে যৌথ কর্মসূচি।

[৮] প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাবেন নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

[৯] শুক্রবার সকালে বিমানবন্দরে ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[১০] বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি চলে যান জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। এর পর সেখান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

[১১] বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যে দেন।

[১২] এর পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উভয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘরের উদ্বোধন করেন।

[১৩] রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়