শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ নরেন্দ্র মোদি গোপালগঞ্জে শেখ বাড়ি ও ঠাকুর বাড়ি যাচ্ছেন

এস এম সাব্বির: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে আজ গোপালগঞ্জ যাবেন তিনি।

প্রথমে টুঙ্গিপাড়ার শেখ বাড়িতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর যাবেন কাশিয়ানীর মতুয়া সম্প্রদায়ের ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। এসময় তিনি শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর ঠাকুরবাড়ির পাশের একটি মাঠে তিন শতাধিক নির্ধারিত মঁতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় সভা করবেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স, পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন, শোভাবর্ধন করা হয়েছে। ঠাকুর বাড়ি যাওয়ার রাস্তাসহ গ্রামের সব সড়ক সংস্কার করা হয়েছে। ৪টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং করে সাঁজানো হয়েছে মন্দির।

গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি চলছে। বিশেষ করে ঠাকুরবাড়ি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘন্ন করেত প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়