শিরোনাম
◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ নরেন্দ্র মোদি গোপালগঞ্জে শেখ বাড়ি ও ঠাকুর বাড়ি যাচ্ছেন

এস এম সাব্বির: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে আজ গোপালগঞ্জ যাবেন তিনি।

প্রথমে টুঙ্গিপাড়ার শেখ বাড়িতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর যাবেন কাশিয়ানীর মতুয়া সম্প্রদায়ের ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। এসময় তিনি শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর ঠাকুরবাড়ির পাশের একটি মাঠে তিন শতাধিক নির্ধারিত মঁতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় সভা করবেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স, পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন, শোভাবর্ধন করা হয়েছে। ঠাকুর বাড়ি যাওয়ার রাস্তাসহ গ্রামের সব সড়ক সংস্কার করা হয়েছে। ৪টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং করে সাঁজানো হয়েছে মন্দির।

গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি চলছে। বিশেষ করে ঠাকুরবাড়ি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘন্ন করেত প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়