শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ নরেন্দ্র মোদি গোপালগঞ্জে শেখ বাড়ি ও ঠাকুর বাড়ি যাচ্ছেন

এস এম সাব্বির: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে আজ গোপালগঞ্জ যাবেন তিনি।

প্রথমে টুঙ্গিপাড়ার শেখ বাড়িতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর যাবেন কাশিয়ানীর মতুয়া সম্প্রদায়ের ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। এসময় তিনি শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর ঠাকুরবাড়ির পাশের একটি মাঠে তিন শতাধিক নির্ধারিত মঁতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় সভা করবেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স, পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন, শোভাবর্ধন করা হয়েছে। ঠাকুর বাড়ি যাওয়ার রাস্তাসহ গ্রামের সব সড়ক সংস্কার করা হয়েছে। ৪টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং করে সাঁজানো হয়েছে মন্দির।

গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি চলছে। বিশেষ করে ঠাকুরবাড়ি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘন্ন করেত প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়