অহিদ মুকুল : [২] কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাক্টরচাপায় এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারসহ ট্রাক্টরটি আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামের বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] নিহত মো. রাব্বি উপজেলার চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
[৪] স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন জানান, সকাল বেলা বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার পথে বড়পোল এলাকায় বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর পেছন থেকে রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[৫] কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সম্পাদনা: সাদেক আলী