রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত আসামী বিবেচেনা এনে দেশটির হাইকোর্ট কোনো শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাকে নিয়োগ না দিতে নির্দেশ দিয়েছে। নেতানিয়াহু এখন আর আগের মত এ্যাটর্নি জেনারেল, স্টেট প্রসিকিউটর, পুলিশ কমিশনার, জেরুজালেম জেলা আদালতে বিচারক বা সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দিতে পারবেন না। জেরুজালেম পোস্ট
[৩] গত বৃহস্পতিবার ইসরায়েলের হাইকোর্ট এ রায় দিলে তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ্যাটর্নিজেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট জানিয়ে দিয়েছেন।
[৪] গত বছরের মে মাস থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। নেতানিয়াহু এখন কোনো শীর্ষ কর্মকর্তা বা বিচারককে এমনভাবে নিয়োগ দিতে পারেন যারা তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার সঠিকভাবে যাতে না হয় সেজন্যে বাধা প্রধান করতে পারেন। নেতানিয়াহুর নিয়োগকৃত কোনো কর্মকর্তা যাতে তার বিরুদ্ধে বিচারে কোনোরকম হস্তক্ষেপ করতে না পারেন সেজন্যে এ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
[৫] ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এশার হায়ুথের নেতৃত্বে তিন বিচারপতির একজন ছাড়া সকলেই নেতানিয়াহুর ওপর এধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে একমত হন। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে মুফভেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট ইন ইসরায়েলের আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের আবেদন আদালত খারিজ করে দেয়।
[৬] আদালতের সিদ্ধান্ত নেতানিয়াহু মেনে নিয়েছেন। জেরুজালেম জেলা আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার চলছে।