দেবদুলাল মুন্না: [২] এ আইপি কলিং অ্যাপটির মাধ্যমে মিলবে যেমন নতুন নম্বর তেমনি কথা বলা যাবে সবচেয়ে কম রেটে। প্রথমে যারা অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন তারা ০৯৬৯৬ সিরিজযুক্ত একটি মোবাইল নম্বর পাবেন। নম্বরটির সর্বশেষ ৬ ডিজিট হবে মোবাইল ব্যবহারকারীর নম্বরের শেষ ৬ ডিজিট। অ্যাপে থাকছে মেসেজ পাঠানোর সুবিধাসহ ভিডিও কলিং, কল ফরওয়ার্ডিংসহ নানান সুবিধা। পালস হিসেব করা হবে সেকেন্ডে।
[৩] বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এ তথ্য ডিডিবাংলা নেটের মাধ্যমে গতকাল সকাল এগারোটায় গণমাধ্যমকর্মীদের জানান। তিনি জানান, সবচেয়ে সাশ্রয়ী মুল্যে দেশে-বিদেশে আলাপ করা যাবে এবং তথ্য পাচার হবে না।
[৪] আগামী ৪ এপ্রিল বানিজ্যিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে অ্যাপটি। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোর এবং অ্যাপ -স্টোরে।