এম.ইউছুপ রেজা: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের জহুরুল ইসলাম জহুর।
২৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করেন- বোয়ালখালী পৌরসভা সাধারণ নির্বাচন-২১ রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
ঋণ খেলাপী ও যথাযথ কাগজপত্র জমা না দেওয়ায় দুই মেয়র প্রার্থীর মনোয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেও বাতিলের আদেশ বহাল রাখায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
২৫ মার্চ বোয়ালখালী পৌরসভা সাধারণ নির্বাচন-২১ রিটার্নিং অফিসার নাজমুন নাহার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।
তফসিল অনুযায়ী ১৯ মার্চ বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার ও ১১ এপ্রিল পৌরসভার ১৮ টি কেন্দ্রে একযোগে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বোয়ালখালী পৌরসভায় ভোটার রয়েছেন ৫২৮৩৮ জন। এরমধ্যে ২৭হাজার ১৩৫ জন পুরুষ ভোটার ও ২৫ হাজার ৭০৩জন মহিলা ভোটার।