শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে মারপিটের অভিযোগে আটক ২

যশোর প্রতিনিধি : [২] চাঁদা দাবিসহ চাঁদা আদায় ও মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। এঘটনায় পুলিশ দুই চাঁদাবাজকে আটক করেছে।

[৩] আটককৃতরা হচ্ছে শহরতলীর ব্রাক অফিসের পাশে ইকবাল কবিরের ছেলে জুবায়ের কবির অন্তর (২১) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান (২১)। বুধবার (২৪ মার্চ) ঝিকরগাছা রাজবাড়ির বর্তমানে শহরতলীর সুজলপুরের রিপন হোসেনের ভাগ্নে সাইবার আলীর ছেলে শিমুল হোসেন (২৪) বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায আটককৃত দুজনসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে আসামি করা হয়।

[৪] মামলায় উল্লেখ করা হয়েছে, বাদি শিমুল হোসেন তার বান্ধবি সামিয়া আক্তার মেঘলাকে (১৭) নিয়ে বুধবার সকালে যশোর পৌরপার্কে ঘুরতে আসে। দুপুর আনুমানিক দেটটার দিকে দুজন পার্ক থেকে বের হওয়ার জন্র গেটের সামনে যায়্। এসময় গেটের সামনে দাড়িয়ে থাকা ৪/৫ জন আসামি তাদের গতি রোধ করে। আসামিরা শিমুল ও তার বান্ধবি সামিয়াকে বলে তোমরা পার্কের ভিতর খারাপ কাজ করতে এসেছো এই বলে তাদেরকে জোর পূর্বক এম এম কলেজের দক্ষিন গেটের সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদি শিমুল তার কাছে থাকা ৩ হাজার টাকা তাদেরকে দেয়।

[৫] পরে আরো টাকার দাবিতে আসামিরা শিমুলকে চরথাপ্পড় মারে ও বিভিন্ন ভয়ভীতিসহ হুমকি দেয়। এক পর্যায়ে আসামিরা শিমুলের মামাকে ফোন করে টাকা আনতে বলে। শিমুল তাৎক্ষনিক তার মামাকে ঘটনা জানায় ও টাকা নিয়ে আসতে বলে। শিমুলের মামা রিপন হোসেন এসে আসামিদের সাথে কথাবলার সময় টহল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়।

[৬] পুলিশি উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ অন্তর ও হাসিবুলকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়