শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দিনভর কর্মসূচি

শিমুল মাহমুদ: [২] দেশে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং ইতোপূর্বে ঘোষিত কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

[৩] আগামীকাল ২৬ মার্চ, শুক্রবার সকাল ৬ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সাড়ে আটটায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন।

[৪] বেলা সাড়ে ১১ টায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন। বেলা ৩ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা। প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান বক্তা-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি-জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। আলোচক-জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ।

[৫] দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিটে স্ব স্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্থানীয় স্মৃতিসৌধে সিনিয়র নেতৃবৃন্দ স্বাস্থ্য বিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করবেন। জেলা ও মহানগর নেতৃবৃন্দ বেলা ৩ টায় কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত থাকবেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়