শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নিশাঙ্কা

স্পোর্টস ডেস্ক: [২] ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আগমন, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছিলেন ২২ বছর বয়সী পাথুম নিশাঙ্কা। যে কারণে জায়গা করে নেন টেস্ট দলেও, শুধু দলে নয় জায়গা করে নিলেন একাদশেও। প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে অসাধারণ এক সেঞ্চুরিতে রাঙালেন অভিষেকটা। সেই দারুণ এক রেকর্ড গড়েছেন এই ব্যাটসম্যান ।

[৩] ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানেই গুটি যায় সফরকারী শ্রীলঙ্কা। এরপরই সবার মনে হয়েছিল হয়ত সহজেই এই টেস্ট হারবে লঙ্কানরা। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেছেন তরুণ নিশাঙ্কা।

[৪] দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ উইকেটে ডিকভেলার সাথে ১৭৯ রানের বিশাল জুটি গড়েন নিশাঙ্কা। তাতেই ঘুরে দাড়াঁয় লঙ্কানরা। এই জুটির পথে চোখ জুড়ানো ব্যাটিংয়ে তুলে নেন অভিষেকেই সেঞ্চুরি।

[৫] এই সেঞ্চুরির সাথেই চতুর্থ শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ডও গড়েন নিশাঙ্কা। তার আগে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কুরুপ্পু, কালুবিথারানা, এবং সামারিভারা। তবে প্রথম লঙ্কান হিসেবে দেশের বাইরে অভিষেকে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন নিশাঙ্কা। কেননা তার আগের তিনজনই দেশের মাটিতে সেঞ্চুরি করেছিলেন।

[৬] মাইফলক স্পর্শ করার পরই ২৫২ বলে ৬ বাউন্ডারিতে ১০৩ রান করে বিদায় নেন নিশাঙ্কা। অন্যদিকে ডিকভেলা মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে ৯৬ রানে বিদায় নেন। তার আগে ৯১ রান করে বিদায় নেন ওশাদা ফার্নান্দো। তাদের ব্যাটে ভর করে উইন্ডিজদের মাঠে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৪৭৬ রানে অলআউট হয় লঙ্কানরা। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়