রিয়াজুর রহমান : [২] জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আরো বলেন, বাংলাদেশ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিডিপি) কর্তৃক ত্রিবার্ষিক মূল্যায়নের পর স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ লাভ করেছে।
[৩] তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করা হয়। বিষয়গুলো হলো- মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক।
[৪] বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান একথা বলেন।
[৫] জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিকল্পিত উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।
[৬] তিনি বলেন, বাংলাদেশে পরিকল্পিত অর্থনীতির ভিত নিহিত আছে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ৭৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্যাপক শিল্পায়নের ফলে জিডিপিতেও শিল্প খাতের অবদান ১১.৫ শতাংশ হতে ২৯.১৯ শতাংশে উন্নীত হয়েছে।
[৭] ২০১৮ সালে জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসির (সিডিপি) মূল্যায়নে তিনটি সূচকেই বাংলাদেশ নির্দিষ্ট মান অর্জন করেছিল। এবার ২০২১ সালের মূল্যায়নেও বাংলাদেশ তিনটি সূচকেই প্রত্যাশিত মান অর্জন করে উত্তরণের সুপারিশ লাভ করেছে’।
[৮] সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে অর্জিত এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। গৌরবান্বিত অর্জনটি উদযাপনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শিরোনামে সকল সরকারি বেসরকারি দফতরের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হবে।