শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ও পাকিস্তানের তিন ম্যাচের সিরিজ ৬ দিনে!

স্পোর্টস ডেস্ক : [২] ২০১২-১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে লড়েছিল ভারত-পাকিস্তান। এরপর দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আইসিসির বৈশ্বিক আসর ছাড়া আর মুখোমুখি হয়নি দুই দল। কিন্তু ক্রিকেটপ্রেমীদের এই অপেক্ষা ফুরাতে পারে চলতি বছরই।

[৩] পাকিস্তানের একটি দৈনিক জাং এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে এবছরের কোনো এক সময় ৬ দিনের একটি উইন্ডোতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়তে পারে দুই দল। তবে ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

[৪] পত্রিকাটি আরও বলছে, এই বছর আইসিসির ভবিষ্যত সফর প্রোগ্রামে কোনো সময় খালি না থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই সিরিজের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদিও পিসিবি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি।পিসিবির এক সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বিসিসিআই এবং পিসিবির মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কোন আলোচনা হয়নি। তবে জাং বলছে বছরের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। তবে সেটা নির্ভর করছে দুই বোর্ডের আলোচনার ওপর।

[৫] এদিকে কয়েকদিন দুই দেশের খারাপ সম্পর্কের জন্য সরাসরি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছিলেন পিসিবির সাবেক প্রেসিডেন্ট জাকা আশরাফ। তিনি বলেছিলেন, এখনও সময় আছে ভারত-পাকিস্তানের মধ্যকার জিন্নাহ-গান্ধী ট্রফি খেলানোর। কিন্তু মোদির মতো উগ্রপন্থী থাকায় এটি সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাকা আশরাফ।ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি যখন পিসিবির দায়িত্বে ছিলাম, তখন বিসিসিআইকে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রস্তাব দিয়েছিলাম, দুই দেশের দুই মহান নেতার নামে জিন্নাহ-গান্ধী সিরিজ আয়োজন করা হোক। কিন্তু তারা নরেন্দ্র মোদির মতো উগ্রপন্থীদের কারণে এ প্রস্তাব নিয়ে এগুতে দ্বিধান্বিত ছিল।

[৬] জাকা আশরাফের মতে, ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত ভিত্তিতে কোনো সিরিজ আয়োজন করা হলে, সেটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের মতোই জমজমাট ও উত্তেজনাপূর্ন হবে। কিন্তু এটি না হওয়ায় ক্রিকেটপ্রেমীরা বঞ্চিত হচ্ছে বলে অনুভব পিসিবির সাবেক চেয়ারম্যান।

[৭] জাকা আশরাফ বলেছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যকার এ সিরিজটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের মতোই হতে পারতো। যা কি না দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি ঘটাতো এবং দুই দেশের ক্রিকেটপ্রেমীরা উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে পারত। - ডেইলি জাং/ ক্রিকেট পাকিস্তান/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়