শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধনগ্ন ছবি পোস্ট করে বিপদে ব্রাজিলিয়ান ক্লাব

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করা ক্লাব সাম্পাইয়ো কোরেয়া। কোপা দো নর্দেস্তে প্রতিযোগিতায় খেলছে সাম্পাইয়ো। তাদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছে দেশটির ভোক্তা অধিকার সংরক্ষণ এজেন্সি। ক্লাবটির এক বিজ্ঞাপনকে ‘যৌন বৈষম্যবাদী ও নারীবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করে তা মুছে ফেলতে বলা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি বিজ্ঞাপন দেয়। যেখানে দেখা যায়, একজন অর্ধনগ্ন নারীর ছবি, যিনি সমর্থকদের হোটেলে যৌন সম্পর্কের ক্ষেত্রে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ছাড় দেওয়ার কথা বলছেন।

দেখতে কুরুচিকর এ ছবিতে সেই মেয়েটি বলছেন, ‘গোল করো বলিভিয়ানো!’ সাম্পাইয়োর ডাক নাম ‘বলিভিয়ানোস’- হলুদ, সবুজ ও লালের মিশ্রণে ক্লাবটির জার্সির রং বলিভিয়া জাতীয় দলের মতো।

মঙ্গলবার (২৩ মার্চ) এ বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ এজেন্সি, জানিয়েছে ইএসপিএন। সেখানে অন্য কোনো বিজ্ঞাপন দেওয়ার কথাও বলা হয়।

এজেন্সির পক্ষ থেকে বলা হয়, ‘সাম্পাইয়ো কোরেয়া ও ওয়েসিস হোটেলের সঙ্গে যোগাযোগ করে তাদের নারীবিদ্বেষী বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।’

ক্লাবটিকে এ জন্য আইনের আওতায় আনা হতে পারে। ১৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়নি। বরং আরেকটি পোস্টের ছবিতে বলা হয়, ‘একজন নারী যেখানে থাকতে চায়, সেটাই তার জায়গা।’

সমর্থকদের জন্য ১২ শতাংশ ছাড়ের কথা বলা হয় এই বিজ্ঞাপনে। মন্তব্যের ঘরে আরও একটি পোস্ট করা হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। ওয়েসিস হোটেল ক্লাবটির অফিশিয়াল স্পন্সর। সেখান স্মার্ট টিভিসহ একটি স্যুইট অর্ডার করতে বলা হয়। জনসমাগম এড়িয়ে খাদ্য ও পানীয়র পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়