নূর মোহাম্মদ: [২] বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ওই আবেদনের ওপর আগামী ২৮ মার্চ শুনানি হবে।
[৩] দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ মামলায় বিচারিক আদালতে ৩৩ জন সাক্ষী হয়ে গেছে। বিচারিক আদালতে তার আবেদন খারিজ হলে হাইকোর্টে আবেদন করেছেন তিনি।
[৪] জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে ২০০৭ সালে আদাবর থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করেন। এর বিরুদ্ধে আপিলে যায় দুদক।
[৫] ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিল করেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।