শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেফতারি পরোয়ানাভুক্ত স্বামী-স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিল পুলিশ

শেরপুর প্রতিনিধি: [২] তদন্ত কেন্দ্রে এসে আত্মসমর্পণ করায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত স্বামী ও স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আদালতে পাঠিয়েছে শেরপুর নকলা চন্দ্রকোণা তদন্ত কেন্দ্রের পুলিশ।

[৩] রোববার সকালে তারা তদন্ত কেন্দ্রে এসে আত্মসমর্পণ করেন। আইনের প্রতি শ্রদ্ধা জানানোর কারণে পুলিশ এই দম্পতিকে তদন্ত কেন্দ্রের বৈঠক খানা বকুলতলার সামনে শুভেচ্ছা জানায়।

[৪] আত্মসমর্পণ করা ওই স্বামীর নাম লালমন মিয়া (৪৫)। আর স্ত্রীর নাম লুৎফন বেগম (৪০)। তাদের বাড়ি নকলা উপজেলার বাছর আগলা গ্রামে।

[৫] জানা গেছে, ২০২০ সালের মাঝামাঝি এক প্রতিবেশী ওই দম্পতির বিরুদ্ধে মারামারি ও ভাঙচুরের অভিযোগ এনে আদালতে মামলা করে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন তারা পালিয়ে থাকার কারণে পুলিশ খোঁজে পাচ্ছিল না।

[৬] ওই তদন্ত কেন্দ্রের কর্মকর্তা কয়েক দিন আগে বিট পুলিশিংয়ের সহয়তায় মোবাইলে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে নিশ্চয়তা দেয়, তাদের কোনোরকম অসম্মান করা হবে না। লাগানো হবে না হাতকড়া। কেউ জানতেও পারবে না। এই শর্তে ওই দম্পতি তদন্ত কেন্দ্রে আত্মসমর্পণ করে।

[৭] পুলিশ খুশি হয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করে। পরে হাতকড়া পরানো ছাড়া সম্মানের সাথে দুপুরের আগেই আদালতে পৌঁছে দেয়।

[৮] তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি এলাকায় মীমাংসা হয়েছে। তবে আইনি জটিলতার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আইনের প্রতি সম্মান জানানোর কারণে পুলিশও তাদের সম্মান করেছে। এতে করে সাধারণ মানুষ আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হবে বলে ওই কর্মকর্তার ধারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়