ড. আসাদুজ্জামান রিপন: ভালো লোক মনোনয়ন না পেলে ভালো লোকের সংসদ হয় না
ড. আসাদুজ্জামান রিপন: ভারতীয় পত্রিকায় দেখলাম- অপেক্ষাকৃত তরুণ, স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন, দলের প্রতি অনুগত এবং এলাকায় জনসমর্থন আছে—এমন নেতারা ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের বিধান সভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল থেকে এবারের প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন ।
এমনটাই দেশে দেশে হওয়া উচিত। কারণ, ভালো লোকজন মনোনয়ন না পেলে ভালো লোকের সংসদ হয় না। আর ভালো লোকজন সম্বলিত সংসদ না হলে মন্ত্রীসভায় অযোগ্য, অপদার্থ ও চোর- দুর্বৃত্তের সংখ্যা ভারী হয়ে যায়। ফেসবুক থেকে