শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসী হামলায় কোটালীপাড়ার ছাত্রলীগ নেতা লালন গুরুতর আহত

আসাদুজ্জামান বাবুল, মাহাবুব সুলতান: [২] পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ লালনের ওপর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে পাঠান।

[৩] রাত সাড়ে আটটার দিকে প্রতিবাদ মিছিল বের করে  কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ,  পৌর শাখা ছাত্রলীগ  ও কলেজ ছাত্রলীগ। নেতৃবৃন্দ অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে লালনের ওপর আকস্মিকভাবে হামলা করে বন্ধন গ্রামের সুন্দর আলী শেখের  ছেলে জামাল শেখ, কামাল শেখ, রব শেখ এবং একই গ্রামের জয়নাল শেখের ছেলে হাসিব শেখ।

[৪] বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোট্ট, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামিল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল শেখ, সহ-সভাপতি শামীম দাঁড়িয়া, সহ-সভাপতি জুয়েল মুন্সি, সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ সাজ্জাদ সুমন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল জুলহাস শেখ ও  কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ।

[৫] কোটালীপাড়া  থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়