আসাদুজ্জামান বাবুল, মাহাবুব সুলতান: [২] পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ লালনের ওপর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে পাঠান।
[৩] রাত সাড়ে আটটার দিকে প্রতিবাদ মিছিল বের করে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ, পৌর শাখা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ। নেতৃবৃন্দ অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে লালনের ওপর আকস্মিকভাবে হামলা করে বন্ধন গ্রামের সুন্দর আলী শেখের ছেলে জামাল শেখ, কামাল শেখ, রব শেখ এবং একই গ্রামের জয়নাল শেখের ছেলে হাসিব শেখ।
[৪] বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোট্ট, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামিল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল শেখ, সহ-সভাপতি শামীম দাঁড়িয়া, সহ-সভাপতি জুয়েল মুন্সি, সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ সাজ্জাদ সুমন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল জুলহাস শেখ ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ।
[৫] কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব